ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:১১ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের ২ নেতা নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের ২ নেতা নিহত। প্রতীকী ছবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের আকবার আলীর ছেলে ফরিদুল ইসলাম(৩০)। তিনি ৭নং ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক(৩৫)। তিনি ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ছিলেন।

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সলঙ্গা যাবার পথে আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকার নাহার এগ্রো কোম্পানি নামক স্থানে বিপরীতগামী মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ২ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওমর আলীকে বগুড়া টিএমএস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এদিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদুল ইসলামের মৃত্যু হয়। এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার ২ জনের মৃত্যু হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

দুইদিনের ব্যবধানে দুই যুবক লাশ হয়ে ফিরলো তারাগঞ্জের বাড়িতে

গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াত প্রার্থী মাজেদুর রহমান

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের ২ নেতা নিহত

সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সাবেক এমপি মোশারফ হোসেন