নওগাঁর রাণীনগর রেলগেটে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর রাণীনগর রেলগেটে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় রাণীনগর-আত্রাই সড়কে রেলগেট নামক স্থানে এ আয়োজন করা হয়।
এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
এ সময় বক্তারা রেলগেটের যানজট নিরসনে অনতিবিলম্বে ফ্লাইওভার অথবা আন্ডারপাস সড়ক নির্মাণের দাবি জানান। তা না হলে আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে এলাকাবাসীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762444563.jpg)


_medium_1762440166.jpg)





