টাঙ্গাইল-৫(সদর) আসনে ফরহাদ ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করে ফরহাদ ইকবালকে দেওয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে ঈদগাঁ মাঠ থেকে মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের এসে শেষ হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্যসচিব এম এ বাতেনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762426940.jpg)
_medium_1762425759.jpg)






_medium_1762428122.jpg)
