ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল

জীবনটা কখন থেমে যাবে কেউ জানি না: চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরী।

ছোট পর্দা থেকে চলচ্চিত্র সব মাধ্যমেই নিজস্ব অভিনয়শৈলীতে দর্শকের মন জয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়, যেখানে তিনি নিয়মিতই নিজের ভাবনা ও সৃজনশীল কাজ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

অভিনেতা চঞ্চলের আরেকটি পরিচয় হলো তিনি একজন চিত্রশিল্পী। অবসরে কাগজ–কলম নিয়ে ছবি আঁকতে তিনি দারুণ ভালোবাসেন। সম্প্রতি তিনি আঁকলেন দুটি মুখচ্ছবি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদু। নিজের আঁকা এ দুই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

ছবি পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, চিত্রাঙ্কন তাকে সীমাহীন আনন্দ দেয়। দীর্ঘদিন পর দুটি মুখ আঁকতে পেরে তার হৃদয় ভরে গেছে।

অভিনেতা বলেন, ছবি এঁকে আমি পরম আনন্দ পাই। অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম। একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, আরেকজন মঞ্চ ও টেলিভিশন নাট‍্যকার হাফিজ রেদু। একটি চরিত্রে ভালো অভিনয় করতে পারলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে,ঠিক তেমনি একটি ভালো ছবি আঁকতে পারলেও আমার মনটা আনন্দে নেচে ওঠে।

আরও পড়ুন

বেঁচে থাকার জন‍্য এই আনন্দ টুকুর কোন বিকল্প নেই আমার কাছে।

এর সঙ্গে তিনি যোগ করেছেন একটি গভীর বার্তা আমরা কীভাবে বেঁচে থাকতে চাই। চঞ্চল লিখেছেন, আমাদের জীবনটা কখন থেমে যাবে আমরা কেউ জানিনা। তবে একটা ভালো কাজ আমাদের সবাইকে মৃত‍্যুর পরেও বহু বছর বাঁচিয়ে রাখতে পারে।

প্রশ্নটা সেখানেইআমরা কিভাবে বেঁচে থাকতে চাই? ঘৃনা ছড়িয়ে নাকি ভালো কোন কাজ দিয়ে। শেষে তিনি সবার প্রতি শুভকামনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে ৮৩ বছর বয়সেও বিধবা ফিরোজার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড

নেপাল ও ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা

বগুড়ার নন্দীগ্রামের কৃতী সন্তান আহসান হাবীব গামা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের