প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
মুম্বাইয়ের দুটি বাড়ি বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন!
অমিতাভ বচ্চন
বচ্চন পরিবারে কখন কী ঘটছে, তা নিয়ে সব সময়ই নজর থাকে সামাজিক মাধ্যম ব্যবহারীদের একাংশের। কখনো বউমা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে অশান্তির গুঞ্জন, কখনো আবার জয়া বচ্চনকে নিয়ে নানা কাণ্ড।
কয়েক দিন আগেই খবরে এসেছে, অমিতাভের বাড়িতে নাকি হুমকি ফোন এসেছে, সেই কারণেই নাকি বাড়ির নিরাপত্তা বাড়িয়েছেন অমিতাভ নিজেই। আর এবার খবর, মুম্বাইয়ের দুটি বাড়ি বিক্রি করে দিলেন বিগ বি! তা হঠাৎ বাড়ি বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন কেন অমিতাভ?
খবর অনুযায়ী, অমিতাভ মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার দুটি সংলগ্ন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন প্রায় ১২ কোটি রুপিতে।
সিআরই মেট্রিক্স থেকে পাওয়া সম্পত্তি নথি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই দুটি ফ্ল্যাট বিক্রির মধ্যে দিয়ে অমিতাভ ১৩ বছরের বিনিয়োগের ওপর আনুমানিক ৪৭ শতাংশ লাভ করেছেন।
অমিতাভ বচ্চন ২০১২ সালে এই দুটি ফ্ল্যাট ৮.১২ কোটি রুপিতে কিনে ছিলেন। দুটি ফ্ল্যাটই গোরেগাঁও ইস্টের ‘ওবেরয় এক্সকুইজিট’ (Oberoi Exquisite) ভবনের ৪৭ তলায় অবস্থিত।
তথ্য অনুযায়ী, প্রথম ফ্ল্যাটটির আয়তন ১,৮২০ বর্গফুট এবং এটি ৬ কোটি রুপিতে আশা ঈশ্বর শুক্লার কাছে বিক্রি করা হয়েছে।
এই লেনদেনে ৩০ লক্ষ রুপির স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপির রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত ছিল। ফ্ল্যাটটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ৮৩ বছরে পা দিয়েছেন অমিতাভ। এবারের জন্মদিনে নিজেই তিনি উপহার দিয়েছেন একটি বড় মাপের জমি। যার দাম আনুমানিক ৬৫৯০০০০০ রুপি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762342496.jpg)
_medium_1762341213.jpg)




