বগুড়ার নন্দীগ্রামের কৃতী সন্তান আহসান হাবীব গামা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার নন্দীগ্রামের কৃতী সন্তান আহসান হাবীব গামা। গত ৪ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
আহসান হাবীব গামা ২০০১ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ২০০৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুনআহসান হাবীব গামা নন্দীগ্রাম পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা ও নন্দীগ্রাম কাজি আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এবং নারী শিক্ষার অগ্রদূত একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফি বানুর ছেলে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1762352914.jpg)


