নেপাল ও ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
নভেম্বরে মাঝামাঝিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ১৩ তারিখ জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীদের প্রীতি ম্যাচে অতিথি নেপাল। ৫ দিন পর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবেন তাঁরা।
এই দুই ম্যাচের জন্য আজ সন্ধ্যায় ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগে থেকেই জানা ছিল, এশিয়ান কাপের ম্যাচে থাকছেন না ফাহামিদুল ইসলাম। দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। নেপাল ম্যাচের জন্য ফাহামিদুলকে উড়িয়ে আনা প্রয়োজন মনে করেননি কোচ হাভিয়ের কাবরেরা।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হেরে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে নেমে গেছে। চার ম্যাচে তাদের পয়েন্ট দুই। বাংলাদেশও দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। গ্রুপের শীর্ষে অবস্থান করছে হংকং ও সিঙ্গাপুর, যারা আট পয়েন্ট নিয়ে মূল পর্বের দৌড়ে দারুণভাবে টিকে আছে।
বাংলাদেশ দল
গোলকিপার:
মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।
আরও পড়ুনডিফেন্ডার:
তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার:
কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম।
ফরোয়ার্ড:
মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1762344320.jpg)




