ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৩:২০ দুপুর

ছেলে জোহরানের সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক মীরা নায়ার

ছেলে জোহরানের সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক মীরা নায়ার, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নিউইয়র্কের রাজনীতিতে ইতিহাস গড়লেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। সম্প্রতি ডেমোক্র্যাটিক পার্টির এই তরুণ নেতা নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম এবং গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে কনিষ্ঠতম মেয়র নির্বাচিত হয়েছেন। জোহরানের এই বিশাল সাফল্য শুধু মার্কিন রাজনীতিতেই নয়, পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।

ব্যক্তিগত পরিচয়েও জোহরান মামদানি বেশ পরিচিত এক নাম। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। স্বভাবতই, ছেলের এমন জয়ে ভীষণ আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত হয়েছেন এই গুণী পরিচালক। জোহরানের এই বিজয়বার্তার পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের স্বনামধন্য চিত্র পরিচালক জোয়া আখতার। জোয়া তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টটিই আবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ছেলের প্রতি আবেগঘন শুভেচ্ছা বার্তা দেন পরিচালক মীরা নায়ার।

আরও পড়ুন

অভিনন্দন বার্তা দিয়ে পোস্টে জোয়া আখতার লেখেন, ‘শুভেচ্ছা, জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, মাত্র চৌত্রিশ বছর বয়সে।’ জোয়ার সেই পোস্টটি শেয়ার করে মীরা নায়ার ক্যাপশনে লেখেন, ‘জোহরান, তুমি সত্যিই সুন্দর।’

৩৪ বছর বয়সী জোহরান মামদানির এই জয়কে ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদ ইতোমধ্যেই বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে জোহরানের সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক মীরা নায়ার

জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন

ট্রাম্পকে কীভাবে হারাতে হয়, নিউইয়র্ক দেখিয়ে দিয়েছে : মামদানি

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’র মাঠে রোমাঞ্চকর জয় বায়ার্নের 

বাংলাদেশের প্রথম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন ‘অ্যাটর্নি জেনারেল’

অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা করলো পুলিশ