ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০২:৫৮ দুপুর

অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা করলো পুলিশ

অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা করলো পুলিশ, ছবি: সংগৃহীত।

পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে করে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বুধবার (৫ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর জানায়, সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ-এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। আর প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার ৫০০ টাকা।

এতে আরও জানানো হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। 

আরও পড়ুন

গত বছরের (২০২৪) ১০ই আগস্ট, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথমবার লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়ার কথা জানান। পরবর্তীতে, ২৫শে আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কারের পরিমাণ ঘোষণা করেন। 

তবে, প্রথম দফার এই ঘোষণায় তেমন কার্যকর ফলাফল মেলেনি।  অনেক অস্ত্র ও গোলাবারুদ এখনও নিখোঁজ রয়েছে। এজন্য  বাংলাদেশ পুলিশ সদর দপ্তর বাকি অস্ত্রগুলোও দ্রুত উদ্ধারে এই পুরস্কারের ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা করলো পুলিশ

যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে খুন

৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের

‘উচিত কথা বলার কারণেই আমাদের নিবন্ধন দেওয়া হয়নি’

শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি স্বাক্ষরিত