আজ বাংলাদেশ থেকেও যে সময় দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আজ বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে। বুধবার (৫ নভেম্বর) চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে। মূলত, এই সময়ে পূর্ণিমার আলো স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখাবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানায়।
সুপারমুন ঘটে কীভাবে: যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় ১০% দূরত্বের মধ্যে আসে। চাঁদের কক্ষপথ ডিম্বাকার হওয়ায় এটি কখনও পৃথিবীর কাছাকাছি আসে; আবার কখনও দূরে চলে যায়। পৃথিবীর কাছে আসার কারণে পূর্ণিমার চাঁদ বড় এবং উজ্জ্বল দেখায়।

সন্ধ্যা ৬:১৯ মিনিটে (বাংলাদেশ সময়): এই সময়ে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং পৃথিবী থেকে সবচেয়ে কাছে অবস্থান করবে। বাংলাদেশ থেকেও এই সময়ে দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন ।
২০২৫ সালের এই সুপারমুনটি চাঁদকে পৃথিবী থেকে মাত্র ৩৫৭,০০০ কিলোমিটারেরও কম দূরত্বে নিয়ে আসবে। জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, এবারের সুপারমুন স্বাভাবিক পূর্ণিমার চেয়ে প্রায় ৮% বড় এবং প্রায় ১৬% বেশি উজ্জ্বল দেখাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









