ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত

আপনার সঙ্গী আপনাকে ভালোবাসে নাকি একতরফা ? কীভাবে বুঝবেন

আপনার সঙ্গী আপনাকে ভালোবাসে নাকি একতরফা ? কীভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার যাত্রা কখনও ভালো আবার কখনও খারাপ ৷ একতরফা ভালোবাসা অনেক গভীর । যখন কেউ কাউকে প্রচণ্ড ভালোবাসে তবে তিনি নিজেই নিশ্চিত নন আদোও অপরদিকে মানুষটি ভালোবাসে কি না তখন অনকের মনে বহু প্রশ্ন জাগে ৷ এই ভালোবাসা কি সত্যি ? কখনও ভালোবাসা পাওয়া যাবে নাকি একতরফাই থেকে যাবে ৷

এই লক্ষণ দেখে বোঝা যায় আপনার সঙ্গী আপনাকে ভালোবাসে: 

সঙ্গী আপনার কথা মনোযোগ সহকারে শুনে থাকেন এবং আপনার প্রতি যত্নশীল হবে ৷ আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন ৷ যদি আপনার সঙ্গী একসঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে ভালোবাসেন, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসে ।

এই লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন আপনার ভালোবাসা একতরফা ৷ জেনে নিন, সেগুলি কী কী ?

পজেটিভ রিপলস কাউন্সেলিং সার্ভিসেসের ক্যারিয়ার কোচ এবং বিহেভিয়ার থেরাপিস্ট শীতল ভোহরা-গুলতি বলেন, "একজন ছেলের মধ্যে কিছু দুর্বল দিক এই লক্ষণগুলি থাকলে বুঝতে পারবেন ।"

আরও পড়ুন

আপনার সঙ্গে সময় কাটানো এড়িয়ে চলেন: আপনি যদি ক্রমাগত টেক্সট করেন, ফোন করেন বা দেখা করার ডেট ঠিক করে বললে এড়িয়ে যাবে ৷ তাহলে হয়তো এই বিষয় নিয়ে ভাবা উচিত । একটি সুস্থ সম্পর্ক হল পারস্পরিক প্রচেষ্টা । যদি আপনার ফোন বা মেসেজ পেয়ে খুশুি না হয় তাহলে একটি সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ সাইন ৷ ফলে এইধরনের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ঠিক নয় ৷

আপনার অনুভূতিকে সম্মান করেন না: আপনি আপনার অনুভূতিগুলি যদি সঙ্গীর সঙ্গে শেয়ার করেন যদি দেখেন তিনি চুপ থাকেন তাহলে সম্পর্ক ঠিক জায়গায় নেই ৷ সঙ্গী অর্থপূর্ণ কথোপকথন এড়িয়ে যেতে চাইলে বা আপনার আবেগকে উপেক্ষা করেন, তাহলে এটি একটি লক্ষণীয় যে তিনি আপনার মতো সম্পর্কের ক্ষেত্রে ততটা সময় খরচ করতে চান না । এরজন্য আপনার সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ভালো ৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী

হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পাস

গভীর রাতে গুলিস্তানে মার্কেটে আগুন

আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন

ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক : মির্জা ফখরুল