মামদানিকে নিয়ে ভোটারদের হুমকি দিলেন ট্রাম্প
			
				
আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন আজ। এর ঠিক আগ মুহূর্তে ভোটারদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থন দিয়েছেন জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়নে নির্ধারিত পরিমাণের বেশি বরাদ্দ না দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার রাতে মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আপনি (ভোটার) অ্যান্ড্রু কুয়োমোকে ব্যক্তিগতভাবে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে তাকেই ভোট দিতে হবে এবং আশা করতে হবে যে তিনি চমৎকারভাবে দায়িত্ব পালন করবেন। তিনি তা করতে সক্ষম, মামদানি নয়।’ কুয়োমো এর আগে নিউ ইয়র্কের গভর্নর ছিলেন। সিটি নির্বাচনের আগের রাতে ট্রাম্পের সমর্থনের প্রতিক্রিয়ায় কুয়োমো বলেছেন, ‘তিনি (ট্রাম্প) আমাকে সমর্থন করছেন না, তিনি মামদানির বিরোধিতা করছেন।’
ডেমোক্র্যাট প্রাইমারিতে (ডেমোক্র্যাট পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়া) মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন কুয়োমো। নির্বাচনের আরেক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়া। তবে এখন পর্যন্ত হওয়া বিভিন্ন জরিপে স্লিওয়ার অবস্থান তলানিতে। এগিয়ে আছেন মামদানি। এ অবস্থায় ট্রাম্প নিজ দলের প্রার্থীকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে লিখেছেন, ‘কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকেই ভোট দেওয়া।’ তিনি আরও বলেন, ‘যদি মামদানি নির্বাচিত হন, তবে ফেডারেল অর্থায়নে আমি ন্যূনতম আইনি বাধ্যবাধকতার বাইরে অতিরিক্ত অর্থ পাঠাব-এমনটা ভাবা একেবারেই অবাস্তব।’
আরও পড়ুনএর আগে গত রোববার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে ভুলভাবে উপস্থাপন করেন ট্রাম্প। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি নিউ ইয়র্কে বেশি অর্থ পাঠানোর চিন্তাও করতে পারবো না। কারণ, নিউ ইয়র্কে যদি একজন কমিউনিস্ট প্রশাসন চালায়, তাহলে সেখানে পাঠানো অর্থ অপচয় ছাড়া কিছুই না।’ অর্থায়ন নিয়ে সোমবার করা ট্রাম্পের মন্তব্যের জবাবে মামদানি বলেছেন, ‘হুমকি দেওয়াটাই তার (ট্রাম্প) আসল রূপ। আমিও এটিকে হুমকি হিসেবেই দেখি। তার কথা কোনো আইন নয়।’
মন্তব্য করুন

                    নিউজ ডেস্ক
        
        








    