ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৫, ০৩:৫৪ রাত

পঞ্চগড় শিয়ালমুত্রা ঘাস খেয়ে ৪টি গরু মারা গেছে

পঞ্চগড় শিয়ালমুত্রা ঘাস খেয়ে ৪টি গরু মারা গেছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিয়ালমুত্রার ঘাস খেয়ে চারটি গরু মারা গেছে। আজ রোববার (২৬ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের খানপুকুর গ্রামে গরুগুলো মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে আরেকটি গরু। গরুগুলোর মালিক গ্রাম পুলিশ রফিকুল ইসলাম। মৃত চারটি গরুর বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রাম পুলিশ রফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার বাড়ির পাশের জমি থেকে এক বস্তা ঘাস কেটে গরুগুলোকে খাইয়েছিলেন। সন্ধ্যায় যথারীতি গরুগুলোকে ঘরে দেন। আজ রোববার (২৬ অক্টোবর) সকালে উঠে দেখতে পান রাতেই দুইটি গরু মারা গেছে।

বাকি তিনটার অবস্থাও আশংকাজনক। সকালে মারা যায় আরও দুইটি গরু। বিষয়টি সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালে তারা এসে নিশ্চিত করেন গতকাল শনিবার বিকেলে গরুগুলোতে যে ঘাস খাওয়ানো হয়েছিল সেখানে শিয়ালমুত্রার ঘাস ছিল। সেই ঘাসের বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে। অসুস্থ একটি গরুর চিকিৎসা দিচ্ছে তারা।

আরও পড়ুন

এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান জানান, আমরা খবর নিয়েছি শিয়ালমুত্রার ঘাস খেয়েই গরুগুলো মারা গেছে। তিনি বলেন, শিয়ালমুত্রা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এটি খুবই বিষাক্ত। শুধু পঞ্চগড়েই নয়, দেশের বিভিন্ন স্থানে শিয়ালমুত্রার ঘাস খেয়ে অনেক গরু মারা গেছে।

গবাদিপশু এ গুল্ম খেলে সেই পশুর মাংস এবং দুধে বিষক্রিয়া ছড়ায়। এই ধরনের গবাদিপশুর মাংস খাওয়া এবং দুধ পান না করার জন্য আমরা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রচারণা চালাচ্ছি। তবে আমাদের মানুষজন সচেতন না হওয়ায় বিষাক্ত এই গুল্মটি গবাদিপশুকে খাওয়াচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে আরও ৩৯টি ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

দেশের ৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

দেবকে ফিরিয়ে দিয়েছিলেন সোহিনী

বগুড়ার ডিবি’র ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার আদেশ বাতিল, স্বপদে বহাল 

রতন কুমার সরকার, উচ্চাঙ্গ আস্থার প্রতীক