ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ দুপুর

কারাবন্দি ফিলিস্তিনিদের নির্যাতন

ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী গ্রেপ্তার

ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দি ফিলিস্তিনিদের নির্যাতনে ইন্ধন দেওয়ার অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক শীর্ষ আইনজীবী (অ্যাডভোকেট জেনারেল) ইফাত তোমের-ইয়েরুশালমকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গতকাল সোমবার ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।ইফাত তোমের-ইয়েরুশালমের পাশাপাশি আইডিএফের সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল কান বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি ইসরাইল ও মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। সেই চিত্রে দেখা গেছে, একটি ইসরাইলি বন্দিশালায় কারাবন্দি ফিলিস্তিনিদের নিষ্ঠুরভাবে আঘাত করছে ইসরাইলি সেনারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৪ সালে দক্ষিণ ইসরাইলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ঘটেছিল এ ঘটনা। ইফাত ও মাতানের বিরুদ্ধে অভিযোগ—তারা এই ঘটনার তদন্তে বাধা দিয়েছিলেন এবং সামরিক কর্তৃপক্ষকে এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। এ ছাড়া এই ভিডিও যেন সংবাদমাধ্যমের হাতে না পড়ে, সে জন্য পদক্ষেপও নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

কিন্তু তারপরও ফাঁস হয়ে গেছে এই ভিডিও। মূলত এ কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে ইসরাইলি পুলিশ। আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।

২০২১ সালে আইডিএফের শীর্ষ আইনজীবী হন ইফাত তোমের-ইয়েরুশালম। সেদে তেইমেন বন্দিশালায় ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক দেশের অভ্যন্তরে ও বর্হিবিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত শুক্রবার পদত্যাগ করেন তিনি। সূত্র : আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসির কাছে ৩১ দফা দাবি পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

পুতিন-শি জিনপিং দু’জনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা : ট্রাম্প

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা

প্রয়াত এন্ড্রু কিশোরের জন্মদিনে আবেগাপ্লুত কনকচাঁপা

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭