ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৩:০৭ দুপুর

সুদানে আরএসএফ'র ড্রোন হামলায় নিহত ৪০

সুদানে আরএসএফ'র ড্রোন হামলায় নিহত ৪০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের উত্তর করদোফানে ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

স্থানীয় ওই কর্মকর্তা সোমবার আল জাজিরাকে জানান, প্রাদেশিক রাজধানী আল-ওবেইদের পূর্বাঞ্চলীয় আল-লুয়াইব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাদেশিক সরকার জানায়, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। একে বেসামরিক মানুষের ওপর আরএসএফের অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে সরকার জানায়, নারী, শিশু ও বয়োবৃদ্ধদের একটি বড় অংশও এই হামলায় প্রাণ হারিয়েছেন।

এমন অবস্থায় আরএসএফকে অবিলম্বে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, আরএসএফ নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধ করে চলেছে। আরএসএফ সম্প্রতি ঘোষণা করেছিল, তারা শিগগিরই আল-ওবেইদ শহরে হামলা চালাবে। একইসঙ্গে স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতেও বলেছিল তারা।

আরও পড়ুন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে চলমান যুদ্ধে আরএসএফ সম্প্রতি উত্তর করদোফানের বারা শহর নিয়ন্ত্রণে নিয়েছে। তবে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসির কাছে ৩১ দফা দাবি পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

পুতিন-শি জিনপিং দু’জনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা : ট্রাম্প

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা

প্রয়াত এন্ড্রু কিশোরের জন্মদিনে আবেগাপ্লুত কনকচাঁপা

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭