সরকারবিরোধী বিক্ষোভে আবারও উত্তাল সার্বিয়া
			
				
আন্তর্জাতিক ডেস্ক: সার্বিয়ায় থামছে না সরকার বিরোধী বিক্ষোভ। ভারী বৃষ্টি উপেক্ষা করে পার্লামেন্টের সামনে মানুষের ঢল। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
সোমবার (৩ নভেম্বর) দেশটির রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় শত শত মানুষ। বিক্ষোভকারীদের ঠেকাতে সরকার স্পিকার স্থাপন করে এবং গান বাজায় উচ্চ শব্দে । পুলিশি বাধা, ঝড়ো হাওয়া থাকা সত্ত্বেও মানুষ জড়ো হয় পার্লামেন্টের সামনে।

এর আগে, ২০২৪ সালে নভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভের শুরু। যা এখন অবধি চলমান রয়েছে। দুইদিন আগেই এই মরমান্তিক ঘটনার এক বছর পূর্ণ হয়। এদিন রেলস্টেশনেটির সামনে জড় হয় হাজার হাজার মানুষ। নিহত ১৬ জনের স্মরণে পালন করা হয় ১৬ মিনিটের নিরাবতা।
মন্তব্য করুন

                    নিউজ ডেস্ক
        
        








    