ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:২৭ রাত

১ বছরের আগেই ১ কোটি পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

ইমরান-পড়শী

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই সময়ের অন্যতম আলোচিত গায়ক ইমরান মাহমুদুল। ইমরান মাহমুদুলের সঙ্গে আরেক জনপ্রিয় গায়িকা পড়শী’র বেশকিছু জনপ্রিয় গান রয়েছে।

যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘জনম জনম’,‘ এক দেখায়’,‘ দ্বিতীয় জীবন’,‘ আবদার’,‘ বলে দাও’,‘ যতনে রেখেছি তোমায়’,‘ হৃদয়ের গহীনে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

গেলো বছরের ডিসেম্বরে ‘কথা একটাই’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছিলো ‘পড়শী’ ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

এর আগে রবিউল ইসলাম জীবনের লেখায় ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’,‘ আবদার’ ও ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় ‘বলে যাও’ গানগুলো একসঙ্গে গেয়েছিলেন ইমরান পড়শী। একই গীতিকারের এটি পঞ্চম গান। গানটি এরইমধ্যে এক বছরের আগেই এক কোটিরও বেশি অর্থাৎ এক কোটি ৪২ লক্ষ ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। গানটি প্রকাশের পর ইমরান ও পড়শী যখন যেখানে যে স্টেজ শোতে গিয়েছেন, গানটি গাইবার অনুরোধ এসেছে। তারাও গানটি বেশ আগ্রহ নিয়ে গেয়েছেন।

আরও পড়ুন

ইমরান মাহমুদুল বলেন,‘ পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রত্যেকটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালোলেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা এই সিনেমাটিক গান করেছিলাম, যার শিরোনাম কথা একটাই। এই গানটি জীবন ভাইয়েরই লেখা। জীবন ভাইয়েরই লেখা জনম জনম গান আমরা দু’জন একসঙ্গে করি। যে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। তো আমার এবং পড়শীর নতুন গান করার জন্য বেশ রিকুয়েস্ট আসে। শ্রোতা দর্শকের কথা ভেবেই এই গানটি করা। গানটি প্রকাশের পর এতোটা সাড়া পাবো ভাবিনি। শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ’

পড়শী বলেন,‘ ইমরান ভাই এবং আমি যতোগুলো গান গেয়েছি বলা যায় প্রত্যেকটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই-নতুন প্রত্যাশা নিয়ে করা হয়েছিলো। দেখা যাচ্ছে যে জীবন মামা, ইমরান ভাই আর আমি-আমরা এই তিনজন যে গানগুলো করেছি প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানটিও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাই বেশ ভালোলাগছে। যথারীতি শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

এদিকে এরইমধ্যে ইমরান জানালেন আগামী বছর মে মাসে তিনি তার ব্যাণ্ড দল ‘আই কিংস’ নিয়ে প্রথমবারের মতো অষ্ট্রেলিয়ার সিডনীতে শো করতে যাচ্ছেন। এদিকে পড়শীকে সর্বশেষ মহিদুল মহিমের ‘ফেরারি মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয়ে দেখা গেছে। নাটকে পড়শীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

দিনাজপুরে হাসপাতালের বেডে নবজাতক রেখে মা উধাও রেখে গেছেন চিরকুট