ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

কুয়েতে শেষ ম্যাচও হারলো কিংস

কুয়েতে শেষ ম্যাচও হারলো কিংস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে শেষ ম্যাচেও হেরেছে বসুন্ধরা কিংস। কুয়েতের চ্যাম্পিয়নদের কাছে হেরেই এবারের চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শেষ করল কিংস। শুক্রবার রাতে রাকিব-জিকোরা ২-০ গোলে হেরেছে আল কুয়েতের কাছে।তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের ধাপে গেছে আল-কুয়েত। ৬ পয়েন্টে সেরা তিন রানার্সআপের একটি হয়ে গ্রুপ পর্ব পেরিয়েছে আল-আনসার। 

বিদায় নিলেও আল-শিবের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। একমাত্র কিংসই পারেনি পয়েন্টের খাতা খুলতে।কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে এ ম্যাচে কিংস শুরু থেকে  ব্যাকফুটে। কয়েক পা ঘুরে ডান দিক থেকে সামি আল সানেয়া ক্রস বাড়ালেন বক্সে। মেহেদী হাসান শ্রাবণের বদলে এ ম্যাচে পোস্টে ফেরা আনিসুর রহমান জিকো আটকাতে ব্যর্থ হলে ইউসুফ আল সুলেইমান হেডে লক্ষ্যভেদ করেন। প্রথম মিনিটেই এগিয়ে যায় আল-কুয়েত।

প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের পাসে তাহা খেনিসসি নিখুঁত ফ্লিকে জিকো আবারও পরাস্ত হলে ব্যবধান হয় দ্বিগুণ। কিংসকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার স্বস্তি নিয়ে বিরতিতে যায় আল-কুয়েত।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে কিংস পারেনি ঘুরে দাঁড়াতে। পুরো ম্যাচ জুড়ে আটটি শটের মাত্র একটি লক্ষে রাখতে পারে তারা। দ্বিতীয়ার্ধে আল-কুয়েত ব্যবধান বাড়ানোর চেয়ে বলের নিয়ন্ত্রণ রাখায় মনোযোগী ছিল বেশি। ব্যবধান বাড়াতে না পারলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। আর রিক্ত হস্তে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরা কিংসকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে শেষ ম্যাচও হারলো কিংস

মাওয়া এক্সপ্রেসওয়ের তিন স্থানে দুর্ঘটনা, ৫ গাড়ির সংঘর্ষ

মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন

সুদানের রাস্তায় শত শত মরদেহ, পালিয়েছে ৬০ হাজার বাসিন্দা

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা