ভিডিও শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা মরণফাঁদে পরিণত

রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা মরণফাঁদে পরিণত

রুহুল আমিন আকন্দ বকুল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছেন, আহত হয়েছেন প্রায় ২০ জন। প্রতিদিনই যানজট এবং বিপরীতমুখী যানবাহনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে এলাকায়। 

স্থানীয়রা জানান, রাস্তায় কোনো ডিভাইডার না থাকায় দু’দিকের গাড়ি মুখোমুখি চলে আসে। এছাড়া পার্শ্বরাস্তা বন্ধ করে দেওয়ায় গাড়িগুলোকে হঠাৎ মাঝরাস্তায় ঘুরতে হয়। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গত মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এলাকায় ৭টি বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এদের মধ্যে রয়েছেন কলেজছাত্র, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক চালক, ভ্যানচালক ও পথচারী। 

সড়ক দুর্ঘটনায় নিহত সোনাখাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের ছেলে ডা. আব্দুল মতিন সরকার বলেন, বাবা সকালে জরুরী কাজে যাচ্ছিলেন। এসময় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। যদি ডিভাইডার এবং পার্শ্বরাস্তা থাকত, হয়তো বাবা আজও বেঁচে থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মী সুশান্ত কুমার তালুকদার ও শাহীন সুমন বলেন, বারবার প্রশাসনের কাছে রোড ডিভাইডার স্থাপন ও পার্শ্বরাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েও কোন ফল পাচ্ছি না। প্রায়ই পথচারীদের রক্তে ভিজে যাচ্ছে এই রাস্তা।

আরও পড়ুন

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, ভূঁইয়াগাঁতী এলাকা দুর্ঘটনা প্রবণ জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগকে লিখিতভাবে জানিয়েছি। নিরাপত্তা নিশ্চিতে ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে। 
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক মো. সরফরাজ হোসাইন বলেন, ওই স্থানে স্থায়ী রোড ডিভাইডার স্থাপন ও বন্ধ পার্শ¦রাস্তা চালুর পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে। 

এবিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পার্শ্বরাস্তার সমস্যা সমাধানে জায়গাটি নতুন করে অধিগ্রহণ করতে হবে। অধিগ্রহণের জন্য ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সওজ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গুম কমিশন হচ্ছে না, দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন

ফাইনালে যেতে ভারতকে ৩৩৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

শাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসহীন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রেক্ষাপট উপস্থাপনায় জাকিয়া বারী মম

মোহামেডানের ফুটবলার নিবন্ধনে ফিফার নিষেধাজ্ঞা