ভিডিও শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ফাইনালে যেতে ভারতকে ৩৩৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

ফাইনালে যেতে ভারতকে ৩৩৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

নারীদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাট করতে নামে। ফোবি লিচফিল্ডে সেঞ্চুরি এবং এলিসা পেরি ও অ্যাশলে গার্ডনারের হাফ সেঞ্চুরিতে ভর করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছে। জিতে ফাইনালে যেতে ভারতকে করতে হবে ৩৩৯ রান।

ব্যাট করতে নেমে ২৫ রানেই এলিসা হিলির উইকেট হারায় অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা এই ব্যাটার আজ ৫ রানের বেশি করতে পারেননি। তবে সেখান থেকে লিচফিল্ড ও পেরি দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ১৮০ রানের মাথায় লিচফিল্ড আউট হন। কিন্তু যাওয়ার আগে ৯৩ বলে ১৭টি চার ও ৩ ছক্কায় ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে যান। যা তার ৩৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি এবং  বিশ্বকাপের মঞ্চে প্রথম।

এরপর পেরি ৬টি চার ও ২ ছক্কায় ৭৭, গার্ডনার ৪টি চার ও ৪ ছক্কায় ৬৩, বেথ মুনি ২৪ ও কিম গার্থ ১৭ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ৩৩৮ পর্যন্ত নেন।

আরও পড়ুন

বল হাতে ভারতের দীপ্তি শর্মা ও শ্রী চরণী ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রান্তি গাউদ, আমানজোত কৌর ও রাধা যাদব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গুম কমিশন হচ্ছে না, দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন

ফাইনালে যেতে ভারতকে ৩৩৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

শাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসহীন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রেক্ষাপট উপস্থাপনায় জাকিয়া বারী মম

মোহামেডানের ফুটবলার নিবন্ধনে ফিফার নিষেধাজ্ঞা