ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

জুতার সূত্র ধরে বিলের পানিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

সংগৃহিত,জুতার সূত্র ধরে বিলের পানিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : জুতা সূত্র ধরে নিখোঁজ নারীর লাশ ২০ ঘন্টা পর বিলের পানিতে উদ্ধার করেছে ডুবুরি দল। এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া ধোপারকুরা এলাকায়। নিহত ওই নারীর নাম শাফিয়া বেগম (৪২)। তিনি ওই এলাকার আফসার আলী পচার স্ত্রী। 

ওই গ্রামের আকবর আলী ও আলতাফ আলী জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ির সবার অজান্তে বের হন। পরের লোকজন টের পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে নিখোঁজ নারীর বাড়ি থেকে কিছু দূরে ধোঁপারকুরায় (বিল) নিখোঁজ নারীর পায়ের জুতা দেখেন পথচারীরা। 

এ খবর তার পরিবারের কাছে পৌঁছালে ছুটে যান বিলের তীরে। পায়ের জুতা দেখে চিহ্নিত হওয়ার বিলে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি। পরে ফুলবাড়ী এবং রংপুর ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে ঘটনাস্থলে ছুটে আসে। দীর্ঘক্ষণ ডুবুরি দল চেষ্টা চালিয়ে গত বুধবার সন্ধ্যা ৬টার সময় ওই নারীর লাশ উদ্ধার করে। 

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিলে কচুরিপানা ও গভীর পানি থাকায় দীর্ঘক্ষণ সময় লেগেছে। আমাদের সহকর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যার পর ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, নাগেশ্বরী সার্কেল (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করে করেছে। লাশ উদ্ধার করে কুড়িগ্রামে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুতার সূত্র ধরে বিলের পানিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’

শাপলা কলি দিয়ে বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল: সামান্তা শারমিন

মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

উয়েফার বিরুদ্ধে ৬৪ হাজার কোটি টাকার মামলা করবে রিয়াল মাদ্রিদ!

মাঠে মিলল কৃষকের পা ও গলা বাঁধা মরদেহ