চট্টগ্রামে সাজ্জাদ হত্যা মামলায় গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ছাত্রদলকর্মী মো. সাজ্জাদ হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটিয়ার জঙ্গলখাইন ও নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- রিয়াজ করিম (৩৩) ও মো. ইউসুফ ওরফে হিরন (২৫)।
বাকলিয়া থানা পুলিশ জানায়, ছাত্রদললর্মী সাজ্জাদ হত্যা মামলায় আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনবাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সাজ্জাদ হত্যা মামলার দুই আসামি রিয়াজ ও হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা সংলগ্ন খালপাড় এস.এন.বি এন্টারপ্রাইজ নামীয় নির্মাণ সামগ্রী বিক্রয়ের অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত, একটি বিদশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি বুলেট ও একটি বুলেটের খোসা উদ্ধার করা হয়।
এর আগে ২৮ অক্টোবর রাতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে এক্সেস রোড এলাকার বগারবিলের মুখে যুবদলের দুপক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলকর্মী সাজ্জাদের মৃত্যু হয়।
মন্তব্য করুন










