ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

দেশের যে পরিস্থিতি কিছু বললে যদি ঝামেলায় পড়তে হয়: চঞ্চল চৌধুরী

দেশের যে পরিস্থিতি কিছু বললে যদি ঝামেলায় পড়তে হয়: চঞ্চল চৌধুরী

পাঁচ আগস্টের পর বেশ কোণঠাসা হয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হিসেবে পরিচিতি থাকায় ফ্যাসিস্টের দোসর তকমাও সহ্য করতে হয়। তারপর থেকেই চুপচাপ অভিনেতা। কথা বলেন হিসেব করে। 

এবার ‘দম’-এর মহরতের এক পর্যায়ে চঞ্চল মন্তব্য করেন, ‘দেশের যে পরস্থিতি আগ বাড়িয়ে কোনো কথা বললে যদি ঝামেলায় পড়তে হয় সেজন্য কথাই বলিনি।

তবে বিষয়টি মজার ছলে বলেন চঞ্চল। মহরতে বেশ নাটকীয়ভাবে আগমন ঘটে দমের নায়িকা পূজা চেরির। পালকিতে করে আনা হয় তাকে। পালকিতে থেকে বেরিয়ে পূজা বলেন, ‘আমি যখন ভেতরে ছিলাম সবাই দেখলাম যে এত কনফিউজড আমাকে নামানোর ব্যাপারে। এ অন্যকে বলছেন তুমি যাও তুমি যাও। আমাকে কি কেউ ভালোবাসে না।

এ সময় পূজার জেরার মুখে পড়ে মজার ছলে চঞ্চল বলেন, ‘দেশের যে পরস্থিতি আগ বাড়িয়ে কোনো কথা বললে যদি ঝামেলায় পড়তে হয় সেজন্য কথাই বলিনি।

আরও পড়ুন

গতকাল রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠান হয়। দুই বছর আগে ছবিটির ঘোষণা আসে। সেসময় জানানো হয় এতে থাকছেন চঞ্চল চৌধুরী। পরে যুক্ত হয় আফরান নিশোর নাম। মহরতের দিন পরিচয় করিয়ে দেওয়া হলো সিনেমাটির নায়িকা পূজা চেরিকে।

দম পরিচালনা করছেন রেদওয়ান রনি। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে বিল থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি টুনটুন অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়ার বাজারে কমতে শুরু করেছে সবজির দাম

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

সুজানগরে চায়ের দোকানগুলো মিনি সিনেমা হলে পরিণত

চট্টগ্রাম স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, আটক ৬