ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ১১:১১ দুপুর

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: অস্ত্রবিরতি ভেঙে আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে পাক সেনা ও তালেবান যোদ্ধাদের মাঝে। ঘটেছে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও। বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে, মঙ্গলবার ভোর থেকে পাল্টাপাল্টি রকেট হামলা চালায় আফগানিস্তান ও পাকিস্তান। স্থানীয় সময় ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় ইসলামাবাদ রকেট হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল।

এর জবাবে, সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়ে তালেবান যোদ্ধারা। শামসাদারসহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করে তারা। তবে এসব হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তাদের ওপর সাম্প্রতিক সময়ে একসঙ্গে হামলা চালিয়েছে আফগান তালেবান, তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। আর আফগান সরকার বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্য নিয়ে এখনো আমিরাতের সরকার কোনো মন্তব্য করেনি। তবে এসব ঘটনায় যে দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি হচ্ছে, তা সহজেই অনুমেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসান : বিলে সই ট্রাম্পের

আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বগুড়ার আদমদীঘিতে একই দিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষেই প্রধান উপদেষ্টার ভাষণ

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ