মডেলের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ছবি ভাইরাল, প্রেমের গুঞ্জণ
_original_1760184705.jpg)
ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবার যেন নিজেই জানিয়ে দিলেন নতুন সম্পর্কে রয়েছেন তিনি। শুক্রবার সকালে মুম্বাই বিমানবন্দরে মাহিকা শর্মার সঙ্গে তাকে দেখা যায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি পোস্ট করেছেন তিনি। ১১ অক্টোবর ৩২তম জন্মদিনের আগের দিনেই এই পোস্টগুলোতে ছিলেন ২৪ বছর বয়সী মডেল মাহিকা।
একটি ছবিতে দেখা যায়, সমুদ্র সৈকতে মাহিকার সঙ্গে পোজ দিচ্ছেন হার্দিক। স্পষ্টতই জন্মদিনের ছুটির সময়কার মুহূর্ত। আরেকটি সাদা-কালো ছবিতে ধরা পড়েছে একই ট্রিপের মুহূর্ত, যেখানে হার্দিকের জীবনের নতুন এক অধ্যায়ের ইঙ্গিত মিলছে। হার্দিক আরও কিছু পারিবারিক ছবিও শেয়ার করেছেন। ছেলে আগস্ট্যা, মা ও দাদির সঙ্গে জন্মদিন উদযাপনের মুহূর্ত, সঙ্গে কেক কাটার দৃশ্য। সব মিলিয়ে স্পষ্ট, এটি ছিল পারিবারিক ও ব্যক্তিগত এক উদযাপন।
এর আগে শুক্রবার সকালে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে ধরা পড়েন হার্দিক ও মাহিকা। দুজনই কালো পোশাকে ছিলেন এবং পাশাপাশি হাঁটছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে মাহিকাকে আগে যেতে দেন হার্দিক। আর এই মুহূর্তটিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
মাহিকা শর্মা একজন পুরস্কারজয়ী মডেল ও অভিনেত্রী, যিনি নামকরা ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন এবং একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তিনি ছিলেন সংযত।
আরও পড়ুনঅন্যদিকে, হার্দিক সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী- মডেল নাটাশা স্টানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই। তাঁদের একমাত্র সন্তান আগস্ট্যা এখন বাবার সঙ্গেই থাকে। এর আগে হার্দিকের সঙ্গে গায়িকা জেসমিন ওয়ালিয়ার সম্পর্ক নিয়েও গুঞ্জন ছিল।
যদিও হার্দিক বা মাহিকা কেউই এখনো সরাসরি কিছু বলেননি, তবু ছবিগুলোই যেন সব বলে দিচ্ছে। সৈকতের গল্প, পরিবারের সঙ্গে মুহূর্ত, আর সেই ভাইরাল বিমানবন্দরের ভিডিও। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, হার্দিকের জীবনে ভালোবাসা আবারও ফিরে এসেছে।
মন্তব্য করুন