ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

‘বাংলাদেশের মতো দলকে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলা মানায় না’

‘বাংলাদেশের মতো দলকে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলা মানায় না’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : র‌্যাংকিংয়ের সেরা ৮ দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবে। বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে খেলতে তাদের আরও দুই ধাপ উন্নতি করতে হবে। সে হিসেবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হার টাইগারদের জন্য বড় ধাক্কা। তবে সিরিজের বাকী দুই ম্যাচ জিতলে র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ থাকছে। শীর্ষ আটে থাকতে না পারলে বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে। তবে বাংলাদেশের মতো দলকে কোয়ালিফায়ারে খেলা মানায় না বলে দাবি করেছেন পেসার তানজিম হাসান সাকিব।

শুক্রবার (১০ অক্টোবর) আরব আমিরাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানজিম সাকিব বলেন, ‘আরও ওপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানানসই। আসলে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন কীভাবে পরের ম্যাচগুলো জেতা যায়, সেটাই আমাদের লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘২০২৭ বিশ্বকাপে কীভাবে আমরা সরাসরি খেলতে পারি সেটাই আমাদের মাথায় থাকা উচিত। কোয়ালিফায়ার খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না।’

আরও পড়ুন

পুরোনো ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। তানজিম সাকিব বলেন, ‘আমাদের প্রধান মনোযোগ এখন স্ট্রাইক রোটেট করা। অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। এটা নিয়ে সবাই অনেক চিন্তিত। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য ছুঁড়ে দিতে না পারেন তাহলে খেলা কঠিন হয়ে যায়। এটা নিয়েই আমরা আলোচনা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান