ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৫, ০১:০৪ দুপুর

মেসিবিহীন আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

মেসিবিহীন আর্জেন্টিনার কষ্টার্জিত জয়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি খেলবেন না- এটা ছিল জানা কথা। ওয়ার্কলোড মেনেজমেন্ট কিংবা ইনজুরি থেকে সতর্ক থাকা-যাই হোক, মেসিকে এই প্রীতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টাইনরা। 

মেসি না থাকলেও এই ম্যাচে জয় পেতে কষ্ট হয়নি আলবেসেলেস্তেদের। ১-০ গোলে জয় নিয়ে ফিরলো তারা। ৩১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে জিওভান্নি লো সেলসোর পা থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিয়ামির হোমভেন্যু হার্ডরক স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা, দলে না থাকলেও তাই মাঠে হাজির ছিলেন লিওনেল মেসি। তার উপস্থিতিতেই জয় পেলো আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইন ফুটবলাররা। প্রথম মিনিট থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গোলের সামনে এসে বারবার ব্যর্থ হন লাওতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজরা।

আরও পড়ুন

ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কনত্রেরাস ছিলেন দলের একমাত্র ভরসা- পুরো ম্যাচে তিনি ১০টির বেশি সেভ করেন, যার মধ্যে ছয়টি দ্বিতীয়ার্ধে। ৭৫ মিনিটে ভেনেজুয়েলার কুইন্তেরো লিওনের শট বার কাঁপিয়ে ফিরে আসে, ফলে অল্পের জন্যই সমতা এড়ায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত লো সেলসোর প্রথমার্ধের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরের চাঁদনী বাজার মোড় আজও হয়নি ক্লক টাওয়ার নির্মাণ দখল-দূষণে অন্তহীন দুর্ভোগ

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

সীমান্তে হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ