ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

সুধী সমাবেশে জামায়াত আমির

দুষ্টু রাজনীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করার সাহস পায় না বিদেশিরা

দুষ্টু রাজনীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করার সাহস পায় না বিদেশিরা, ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারও আধিপত্য মেনে নেব না, কোনো হেজেমনি আমরা স্বীকার করব না। এখানে আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের। বাংলাদেশে অতীতে যে যাই করেছে, তা ভুলে যান। কিন্তু আগামী দিনের বাংলাদেশ হবে আধিপত্যবাদমুক্ত।

শুক্রবার রাতে রাজধানীর তালতলায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদেরও একই সম্মান ও নিরাপত্তা বিধান করা হবে ইনশাআল্লাহ। কারণ বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই। আমাদের দেশ ছোট, মানুষ প্রচুর। এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর ও উপযুক্ত একটা জায়গা। শুধুমাত্র দুষ্টু রাজনীতির কারণে বিদেশ থেকে এদেশে বিনিয়োগ করার সাহস পায় না। আমরা এই দুষ্টু রাজনীতির পুরো চরকা ঘুরিয়ে দিতে চাই। এভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার। আরো অনেক অঙ্গীকার আমাদের আছে।

জামায়াত আমির বলেন, বিভিন্ন জায়গায় গেলে সেখানকার নানা সমস্যার কথা জানিয়ে জনগণ বলেন-আপনারা মেহেরবানি করে এটা দেখবেন। কীসের মেহেরবানি? যে জনগণের ভোট কবুল করবে, এটা তার মেহেরবানির ব্যাপার নয়, চৌকিদারির ব্যাপার। এই দায়িত্ব পালনের মানসিকতা যার নাই, ভোট চাওয়ার অধিকার তার নাই। জনগণের ভোট পেয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে। জনগণের চাকর হতে হবে। জামায়াতে ইসলামী এমনই একটি দেশ-সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমাদের এই কথাগুলো ভাল লাগলে সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের এই দায়িত্ব পালনের সুযোগ দিলে আল্লাহর শুকরিয়ার পাশাপাশি জনগণে কাছে কৃতজ্ঞ থাকবো। তবে এই সুযোগ না দিলে মনে করবো, আমাদের অনেক ঘাটতি আছে-সেটাই আগে পূরণ করতে হবে। তবে দেশের জনগণ বলছেন, আপনারা শুধু ভোটের ব্যবস্থা করেন, বাকিটা আমরা দেখবো। এই ভোটের কেন্দ্রগুলো শক্তভাবে পাহারা দিতে হবে। আমরা চাই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা তিনবার ভোট দিতে পারিনাই। এবার চতুর্থবার যদি কেউ ভোট ডাকাতি করতে আসে, ওই ডাকাতের হাত ভেঙে দেয়ার জন্য তৈরি থাকতে হবে। আমার ভোটে হাত দেয়ার দু:সাহস যেন না পায়। আমরা কোনো শক্তিকে পরোয়া করি না। আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই।

তিনি বলেন, কারো বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই । বরং আমাদের বক্তব্য হলো-বাংলাদেশটা কেমন উচিত আর এক্ষেত্রে আমরা কি করতে চাই। আরেকজনের মন্দসন্দ বলে আমার কি লাভ? যার মন্দ তার সঙ্গে যাবে, আমার সঙ্গে যাবে না। জামায়াত বিশ্বাস করে-আল্লাহ এই পৃথিবী এবং মানুষকে এমনিতেই সৃষ্টি করেননি। তিনি মানুষ এবং জ্বীন জাতিকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একদফা কাজ হলো-তার গোলামী করা।

আরও পড়ুন

আর দুনিয়ার সব কাজ আল্লাহর হুকুম মতো করলেই তা আল্লাহর গোলামী হবে। কোনো ইবাদতও মনগড়া করলে হবে না, তা আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা অনুযায়ী করতে হবে।

হালিম ফাউন্ডেশন স্কুলে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মাদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কাফরুল দক্ষিণ থানা আমির অধ্যক্ষ আনোয়ারুল করিমসহ স্থানীয় নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্টু রাজনীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করার সাহস পায় না বিদেশিরা

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ছয় বিভাগে ভারী বৃষ্টির আভাস

এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা