ভিডিও বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

শহিদুল আলমের ছবিটি এআই দিয়ে তৈরি

ছবি : সংগৃহীত,শহিদুল আলমের ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্রিডম ফ্লোটিলার কনশেন্স জাহাজের সকল সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী ও ক্রসহ আটক হওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। এরপর ইসরায়েলি বাহিনীর হাতে তার আটক হওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, ছড়িয়ে পড়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।


ওই ছবিতে দেখা গেছে, বাংলাদেশে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরিহিত শহিদুল আলমকে সমুদ্রের পাড়ে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন সদস্য।


বুধবার (৮ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গাজা অভিমুখী স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বহনকারী ‘কনশেন্স’ নামের নৌবহরকে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আটক, আক্রমণ ও জোরপূর্বক অপহরণ করেছে। নৌবহরটিতে বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও ছিলেন।

একই দিনে প্রকাশিত একটি ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, ‘ইসরায়েলি হানাদার বাহিনী আমাদের জাহাজে উঠেছে এবং আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে।’

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানায়, আলোচিত ছবিটির অস্তিত্ব বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। ‘কনেশেন্স’ বহরের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) এক্স অ্যাকাউন্টে বহরটির সম্পর্কে নানা আপডেট প্রকাশ করা হচ্ছে। তাদের ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে আটক যাত্রীদের পূর্বে ধারণ করা ভিডিও বার্তাও দেখানো হচ্ছে। কিন্তু এমন কোনো ছবি তারা প্রকাশ করেনি।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন নৌবহরটিকে তার লক্ষ্য পূরণে বাধা দেয়া হয়েছে। নৌযানগুলো এবং যাত্রীদের আটক করে আশদোদ বন্দরে নেয়া হয়েছে।

আরও পড়ুন

এক্স পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের শারীরিক অবস্থা ভালো। দ্রুত সময়ের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই প্রতিবেদনে কিংবা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এমন কোনো ছবি প্রকাশ করেনি।

আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক এআই-জনিত অসঙ্গতি শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। ছবিতে অস্ত্র হাতে সামরিক পোশাক পরিহিত চারজন সৈন্যের চেহারায়, শারীরিক গঠন ও উচ্চতায় উল্লেখযোগ্য মিল লক্ষ্য করা যায়। তাদের দাঁড়ানোর ভঙ্গিতেও মিল দেখা যায়।

গত শনিবার (৪ অক্টোবর) শহিদুল আলম নিজের ফেসবুক প্রোফাইলে কনশেন্স বহরের যাত্রীদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তিনি কালো পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায়। ওই পাঞ্জাবিতে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের ছবি আঁকা রয়েছে। তবে আলোচিত ছবিতে পরিহিত পোশাকটি পাঞ্জাবি নয়, বরং টি-শার্ট। এ ধরনের পোশাকের পরিবর্তন সাধারণত এআই ব্যবহার করে ছবি তৈরি করার সময় দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত করতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করা হলে দেখা যায়, ছবিটি এআই ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ।

সুতরাং এআই দিয়ে তৈরি ছবিকে ইসরায়েলি বাহিনীর হাতে শহিদুল আলমের আটক হওয়া দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হলে হরতাল-অবরোধ কমবে: আখতার

কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

স্বচ্ছ, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক সংসদ গঠনে বিএনপি বদ্ধপরিকর: শামা ওবায়েদ