ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরটিতে লাখ লাখ লোক বসবাস করে। রাজ্যের ভূকম্পবিদরা প্রাকৃতিক এই দুর্যোগটিতে ক্ষতির আশঙ্কা করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে সংঘটিত অগভীর ভূমিকম্পের পর শহরের কর্মচারীরা অফিস ভবন থেকে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এএফপিকে জানিয়েছেন, মধ্য ফিলিপাইনে এক ভূমিকম্পে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যুর ১০ দিন পর এ ভূমিকম্পটি ঘটে। তবে সর্বশেষ এই ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর : এএফপি।
মন্তব্য করুন