ভিডিও বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

এশিয়া কাপ বাছাই

আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং

আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশ ম্যাচের আগের দিন জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী দেখা গেল হংকং দলের কোচ অ্যাশলে ওয়েস্টউডকে। তার দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল হামজা চৌধুরীর মতো খেলোয়াড় স্কোয়াডে থাকলে কতটা সুবিধা পেতেন? ওয়েস্টউড এক কথায় উত্তর দিলেন, ‘সে বেঞ্চে থাকত’! তার কথাতেই ফুটে উঠল কতটা আত্মবিশ্বাসী হংকং দল। এর পেছনে অবশ্য কারণ হতে পারে হংকং দল ব্রাজিল, ক্যামেরুন, ফ্রান্সসহ বহুজাতিক প্রবাসী ফুটবলারে ঠাসা। এসব খেলোয়াড়ই দলটির মূল শক্তি। হংকং যে বাংলাদেশকে মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারেÑসেটি আর বলার অপেক্ষা রাখে না। তবে ঘরের মাঠে হংকংকে হারানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা জানান, ‘সব মিলে দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। প্রত্যেকে খেলার জন্য মুখিয়ে আছে।’হংকংয়ের বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এ পর্যন্ত তাদের বিপক্ষে চারটি ম্যাচ খেলে দুটিতে ড্র ও দুটি ম্যাচে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। সবশেষ ২০০৬ সালের এশিয়ান কাপের ম্যাচেই দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল। ১৯ বছর আগে হোম ম্যাচে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে এবার দেওয়ান হামজা, শমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদদের নিয়ে গড়া দলটি বাংলাদেশের ফুটবল জাগিয়ে তুলেছে। নতুন ইতিহাস গড়তে চায় তারা। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচটি আজ রাত ৮টায় শুরু হবে।

আরও পড়ুন

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের অর্জন এক পয়েন্ট করে। গ্রুপের অপর দুদল সিঙ্গাপুর ও হংকংয়ের অর্জন চার পয়েন্ট করে। এই গ্রুপ থেকে বাছাই পর্বের বৈতরণী পার হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের। এ লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার জন্য আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই। ফিফা র‌্যাংকিংয়ে হংকং ১৪৬তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান ১৮৪তম। ৩৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে জেতা সহজ হবে না। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কোচ কাবরেরা বললেন, ‘চার দল প্রায় একই পর্যায়ের (গ্রুপে)। তবে খেলার ধরন ও পরিচিতি আলাদা। আমার মতে হংকং অন্য দলের তুলনায় প্রায় সিঙ্গাপুরের মতোই। তাদের মোকাবিলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, কঠোর পরিশ্রম করেছি। সত্যি বলতে প্রত্যেকে অনেক প্রত্যাশায় আছে।’

হাইপ্রোফাইল প্রবাসী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত বর্তমান দল পেয়ে খুশি কাবরেরা। বাংলাদেশ কোচ জানান, হংকংয়ের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়রা নিজেদের প্রমাণ দেবে, নিজেদের জাত চেনাবে। এ ম্যাচে ভালো কিছুর অপেক্ষায় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৬

২৭তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে ২০০ ধাপ, আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলায় শুটার লালন গ্রেপ্তার

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা