ধ্বংস হওয়া গাজা পুনর্গঠনে লাগবে ৬ লাখ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত হয়েছে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২ লাখ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদসহ প্রায় সব অবকাঠামো।
জাতিসংঘের হিসাবে, গাজার ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। পুনর্গঠনে লাগবে অন্তত ৫২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকা। জাতিসংঘ কর্মকর্তা জোর্গে মোরেইরা দা সিলভা জানিয়েছেন, যুদ্ধ শেষ হলে প্রথমে ধ্বংসস্তূপ সরানোকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন