আট গোলের থ্রিলারে মেসির দলের হার

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিকে গোলবন্যায় ভাসিয়েছে শিকাগো ফায়ার। আট গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ৫-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে খেলতে নেমে ১১ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি’আভিলা। ম্যাচের ২০ মিনিটে মেসির ফ্রিকিক ঠেকিয়ে দিলে সমতাসূচক গোল পেতে ব্যর্থ হয় মায়ামি। ৩১ মিনিটে দ্বিতীয় গোল হজম করে মায়ামি। শিকাগোকে লিড এনে দেন জোনাথন ডিন। ৩৯ মিনিটে এক গোল শোধ দেন মায়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আরও একটি গোল করে শিকাগো।
আরও পড়ুনতবে দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ দিয়ে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আরও দুই গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
মন্তব্য করুন