ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে রায়গঞ্জে দুর্গাপূজাকে উপলক্ষে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে

সিরাজগঞ্জে রায়গঞ্জে দুর্গাপূজাকে উপলক্ষে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে, ছবি : দৈনিক করতোয়া

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সনাতন ধর্মাবলম্বীরা তাদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে প্রতিমা তৈরির কাজে নিয়জিত কারিগরের ব্যস্ত সময় পার করছে।

জানা যায়, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এরপর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে এবাবের দুর্গোৎসব। কারিগরেরা খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন দুর্গাসহ নানা প্রতিমা। পুরুষদের পাশাপাশি প্রতিমা তৈরির কাজে সহায়তা করছে বাড়ির নারী শিল্পীরাও। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে প্রতিমা তৈরির মূল কাজ। আগামী ২/৩ দিনের পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ। পূজা যতই ঘনিয়ে আসছে শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম।

উপজেলার ধানগড়া পালপাড় গ্রামের প্রতিমা তৈরির কারিগর দশরত, রনজিৎ ও ঘুড়কা পালপাড়া গ্রামের লিটন কুমার সাথী রাণী জানান, বংশক্রমে ঠাকুর দাদা ও বাবা মায়েরাও এই কাজ করেছে। তাই আমরাও এই কাজ করে আসছি। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। এতে প্রতিবছর আমাদের লোকসানে পড়তে হয়। তাই সরকার থেকে আর্থিক সহয়তা চান এই কারিগরেরা।

আরও পড়ুন

এব্যাপারে রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. চন্দন কুমার দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা করি। এবছরে ৮৩টি পূজা অনুষ্ঠিত হবে। উপজেলা ও থানা প্রশাসনসহ সকল রাজনৈতিক এবং সকলের সহযোগিতায় পূজা অনুষ্ঠিত হবে বলে আশা রাখি।

এবিষয়ে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা জানান, সনাতন ধর্মাবলম্বীরা তাদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টম্বর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেই লক্ষে ইতোমধ্যে এ উপজেলায় দুর্গা প্রতিমা তৈরি করছে কারিগরেরা। পূজাকে ঘিরে পুলিশের পক্ষ থেকে সকল নিরাপত্তা দেয়া হবে। সেই সাথে গোয়ান্দা নজরদারি রয়েছে। এবং মোবাইল টিম ও সিসি ক্যামেরার ব্যবস্থাও থাকবে। আশা রাখি কোন প্রকার আইন শৃঙ্খলা অবনতি হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষাসহ পাঁচজনের নামে মামলা

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আফগানিস্তান থেকে ভারতে কিশোর

ছয় বছর পর সিএবি’র সভাপতি হয়ে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

ডাকসু নির্বাচন কমিশন নিয়ে ফের প্রশ্ন তুললেন আব্দুল কাদের

গাজীপুর থেকে মুন্সীগঞ্জের শ্রমিক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরেহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার