ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২ রাত

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার শহরতলির খুরুস্কুল এলাকায় সিএনজি অটোরিকশা তল্লাশি করে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ দু’জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা এ অভিযান চালায়। 

গ্রেফতার হওয়া দু’জন হলেন- কক্সবাজার শহরতলির ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংকরোড মুহুরী পাড়ার বজল কবিরের ছেলে আবদুর রহিম ওরফে ইলিয়াস (৩৮) ও একই ওয়ার্ডের দক্ষিণ মুহুরী পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান (৫৪)। এদের মধ্যে আবদুর রহিম ওরফে ইলিয়াস হলেন সিএনজি চালক।

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুরুস্কুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছনখোল বাজার রোড থেকে সাম্পানঘাট পাড়াগামি রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সামনে দাঁড়ানো সিএনজি অটোরিকশার পেছনের সিট থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ। ওই সময় সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

আরও পড়ুন

পুলিশ সূত্র মতে, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে আলামতসহ সিএনজি চালক আবদুর রহিম ওরফে ইলিয়াসকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে মো. ওসমানকে শহরতলির লিংক রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সিএনজি চালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াসের সিএনজি গাড়ির পেছন সিট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হিসেবে মোহাম্মদ ওসমানকে লিংকরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলের আনন্দে হামজার ছেলে ফ্লোরে পড়ে গিয়েছিল : হামজার বাবা

যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

ঢাকার নিউ মার্কেট ও ধানমন্ডিতে বিস্ফোরণের শব্দ

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় এক পরিবারেরই ১৮ জন নিহত