ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:১৪ রাত

বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু

বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) শেরপুর বাসস্ট্যান্ডে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা ও দলের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

ব্রিফিংকালে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান জোট থেকে বের হয়ে এসেছি। আসন্ন নির্বাচনে আমরা এককভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ও এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মাঠে থাকবো। নির্বাচনী প্রচারণার প্রস্তুতি বিষয়ে তিনি আরও জানান, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা: মো: শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু

পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি, কয় ভাত খাইবো না বিরিয়ানি খাইবো: জোভান

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্ক বার্তা

বগুড়ার শেরপুরে জনতার কণ্ঠে, জনতার ইশতেহার অনুষ্ঠানে শিক্ষা ও উন্নয়ন পুনরুদ্ধারে একতাবদ্ধ হওয়ার ডাক

দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই জরিমানা, ২৫ জানুয়ারি নামছে মোবাইল কোর্ট