মৌলভীবাজার-৪ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী প্রীতম দাশ
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে অবশেষে একটি আসনে প্রার্থী থাকছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রীতম দাশকে দলের চূড়ান্তপ্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রীতম দাশসহ আরও দুই প্রার্থীর নাম চূড়ান্ত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপিরি মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম।
তিনি জানান, ফাঁকা রাখা তিনটি আসনের মধ্যে প্রীতম দাশ মৌলভীবাজার-৪, ফাহিম পাঠান নেত্রকোনা-২ এবং জামিল হিজাযী রাজবাড়ী-২ আসন থেকে প্রার্থী হচ্ছেন।
এ নিয়ে মোট ৩০ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনি প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চায় দলটি।
আরও পড়ুনপ্রীতম দাশ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক। তিনি দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রীতম দাশ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে এনসিপি আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের নিকট কৃতজ্ঞ। অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে আমি ধারণ করে সবার জন্য সম-অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করব। অতীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যেভাবে আমি তৎপর ছিলাম ভবিষ্যতেও আমি সেভাবেই কাজ করব। আমি শিক্ষাজীবন থেকেই জনগণের পাশে থাকার রাজনীতি করে আসছি। এ অঞ্চলের জনগণ যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায় তাহলে আমি তাদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখব।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








