প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৫০ দুপুর
ইভ্যালির স্বামী-স্ত্রী ফের গ্রেপ্তার
ইভ্যালির স্বামী-স্ত্রী ফের গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি রয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক





