ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:০৭ বিকাল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত এম্বুলেন্স অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রীজ এলাকায় আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা হ‌তে মাগুরা যাচ্ছিল ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১ নামের এ্যাম্বুলেন্স। যান্ত্রিক ত্রুটির কারণে কুচিয়ামোড়া এলাকায় অ্যাম্বুলেন্সটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্সটি পুড়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আরো জানায়, অগ্নিকাণ্ডের কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

​মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আরিফ আনোয়ার বলেন, ​খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বরিশালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির