ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৪:২৩ দুপুর

চার দশক পর এক সিনেমায় রঞ্জিত-চিরঞ্জিত-প্রসেনজিৎ!

চার দশক পর এক সিনেমায় রঞ্জিত-চিরঞ্জিত-প্রসেনজিৎ!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ৪২ বছর আগে মুক্তি পাওয়া অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেসময় সিনেমাটি বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এরপর আর তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি।

এবার খবর, চার দশক পর আবারও একসঙ্গে আসছেন তারা। রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এত বছর পর এই ত্রয়ীকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে হইচই। রবিবার (১৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত এবং চন্দ্রাশিস রায় পরিচালিত সিনেমা ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেলার। এই অনুষ্ঠানেই এই বোমা ফাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন তার ইচ্ছে তিনি চিরঞ্জিত চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করবেন আবার।

আরও পড়ুন

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় তিনি আর চিরঞ্জিত চক্রবর্তী আবার একসঙ্গে কাজ করবেন কিনা? সেই প্রশ্নের জবাবে বুম্বাদা বলেন, আমরা একটা সিনেমা করব, খুব শিগগিরই। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে, আমি দীপক দা (চিরঞ্জিত চক্রবর্তী), রঞ্জিত দা একসঙ্গে সিনেমা করব। তার কথার রেশ ধরেই চিরঞ্জিত চক্রবর্তীও বলেন, হ্যাঁ, এটা অনেকদিন ধরে বলছে।
প্রসঙ্গত, ২৫ বছর পর ‘বিজয়নগরের হীরে’ সিনেমায় একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই চতুর্থ সিনেমাটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও থাকবেন আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

চার দশক পর এক সিনেমায় রঞ্জিত-চিরঞ্জিত-প্রসেনজিৎ!

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

২৪ জানুয়ারি বগুড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পোস্টাল ব্যালটে ভোট দেবেন খাগড়াছড়ি কারাগারের ১৬ বন্দি

সোনালি যুগে ফিরলেন অমিত-শাবনূর