ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:১৮ রাত

গানে গানে স্বপ্ন পূরণের পথে নিশি শ্রাবনী

নিশি শ্রাবনী

অভি মঈনুদ্দীন ঃ চুয়াডাঙ্গার মেয়ে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নিশি শ্রাবনী ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি সেখানে সুগার মিলে হিসাব রক্ষক পদে চাকুরী করতেন। কিন্তু ২০২০ সালে ‘বাংলার গায়েন সিজন-১’এ গানের প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য পাঁচ বছর যাবত করা সেই চাকুরী ছেড়ে দেন নিশি শ্রাবণী। ২০২০ সালে এই প্রতিযোগিতায় ‘দিলো না দিলো না’,‘ কাঙ্গালিনীর বন্ধু তুমি’ ও ‘ হাওয়া দমে দেখ তারে’ গানে দুর্দান্ত পারফর্ম করে তিনি এই রিয়েলিটি শোর বিচারক এসআই টুটুল, শওকত আলী ইমন ও ইবরার টিপুর বিচারে ‘বেস্ট পারফর্মার’ হয়েছিলেন নিশি শ্রাবণী।

‘বাংলার গায়েন’এ ফাইনালিস্টে স্থান পাওয়া নিশি শ্রাবনীর এরপর মৌলিক গান ‘প্রেমে সুনামি’ প্রকাশ হবার পর দর্শক শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলে। এরপর প্রকাশিত হয় ‘কলিজা খুইলা’। এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এরপর একে একে আরো বেশকিছু গান প্রকাশিত হয়। বিগত পাঁচ বছরের অধিক সময়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের একজন ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। প্রায় সময়ই নিশি শ্রাবনী স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকেন। যদিও বা টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে তিনি ফোক গান গাইতেই বের্শি স্বাচ্ছন্দ্যবোধ করেন তবে স্টেজ শোতে তিনি ভার্সেটাইল শিল্পী হিসেবে সব ধরনের গান বিশেষত রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যকোধ করেন। রুনা লায়লার ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’,‘ এখনতো সময় ভালোবাসার’ ও সাবিনা ইয়ামিনের ‘ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকোনো’ গান গাইতে বেশি ভালোলাগে নিশি শ্রাবনীর। ১২ আগস্ট জন্ম নেয়া নিশি শ্রাবনীর বাবা মোঃ নাসির উদ্দিন, মা নার্গিস সুলতানা। এখনো বিয়ে করেননি নিশি।

গত শুক্রবার রাতে মুন্সীগঞ্জের একটি রিসোর্টে একটি দারুণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ নিশি। আগামী ২৩ জানুয়ারি গাজীপুর, ২৪ জানুয়ারি আশুলিয়া, ২৮ জানুয়ারি গাজীপুরে স্টেজ শোতে পারফর্ম করবেন নিশি শ্রাবনী।

আরও পড়ুন

আগামীর স্বপ্ন প্রসঙ্গে নিশি শ্রাবনী বলেন,‘ অনেক কষ্ট করে অনেক সংগ্রাম করে একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। প্রতিনিয়ত নানান ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হই। কিন্তু তারপরও আমি আত্নবিশ্বাস নিয়ে এগিয়ে যাই। আমি গানে গানে একজন শুদ্ধ সুরের সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, একজন শিল্পী হিসেবেই নিজের নামকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে চাই।’

নিশি শ্রাবনী পাঁচ বছর বয়স থেকে গান শিখে আসছেন। ফরিদপুরের মধুখালীর নিখিল চন্দ্র বিশ্বাস, নন্দলাল বিশ্বাস ও অখিল চন্দ্র বিশ্বাসের কাছে তিনি গানে তালিম নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানে গানে স্বপ্ন পূরণের পথে নিশি শ্রাবনী

আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন: বিপাশা হায়াত

বগুড়ার মহাস্থান হাটে বিক্রি হচ্ছে রঙ্গিলা জাতের ফুলকপি

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ

বক্তব্যের মাঝে দাদীর স্মৃতিচারণ করলেন জাইমা রহমান

অভিনয়ে ফিরছেন সংগীতশিল্পী তাহসান