ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল

বেরোবিতে ভুয়া কাগজপত্র দিয়ে ১৮ জনের চাকরি নেওয়ার অভিযোগে দুদকের অভিযান

বেরোবিতে ভুয়া কাগজপত্র দিয়ে ১৮ জনের চাকরি নেওয়ার অভিযোগে দুদকের অভিযান

রংপুর প্রতিনিধি : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের নামে জাল সনদসহ ভুয়া কাগজপত্র দাখিল করে চাকরি হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৮ জন কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে তদন্ত করতে অভিযান চালিয়েছে দুদক।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন স্বমন্বিত জেলা কার্যালয় রংপুরের তিন সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী ও রেজিস্ট্রার ড. হারুনুর রশিদের দপ্তরে যান এবং তাদের সাথে কথা বলেন। এসময় তারা বিভিন্ন কাগজপত্র তলব করে বেশকিছু অনিয়মের সত্যতা পান।

শেষে দুর্নীতি দমন কমিশন স্বমন্বিত জেলা কার্যায়ের সরকারি পরিচালক বেলাল হোসেন সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। বেশকিছু কাগজ তারা তলব করেছেন। কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এসময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ইরিনা নাহার ভুয়া সনদ জমা দিয়ে চাকরিতে যোগ দেন, এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের আরও ১৭ কর্মকর্তা-কর্মচারী ভুয়া সনদ জমা দিয়ে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে ভুয়া কাগজপত্র দিয়ে ১৮ জনের চাকরি নেওয়ার অভিযোগে দুদকের অভিযান

শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ চিন্তা করতে হবে: আমীর খসরু

আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস

সিরাজগঞ্জে দ্বিগুণ টাকাতেও মিলছে না জলাতঙ্ক রোগের ভ্যাকসিন

সমঝোতার ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা , আরও বাকি ৩

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন