ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:৪৮ দুপুর

প্লট দুর্নীতি

আগামী ২ ফেব্রুয়ারি হাসিনা-টিউলিপ-ববির মামলার রায়

আগামী ২ ফেব্রুয়ারি হাসিনা-টিউলিপ-ববির মামলার রায়, ছবি: সংগৃহীত।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।রোববার সকালে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলমের আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “এ মামলায় এখন পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আমরা সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন।”

এ মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। এরা হলেন: জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আরও পড়ুন

এর আগে, গত ১৩ জানুয়ারি শেখ হাসিনার ও তার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায়ের জন্য একই দিন ঠিক করেন একই আদালত।

মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২ ফেব্রুয়ারি হাসিনা-টিউলিপ-ববির মামলার রায়

জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি নিয়ে যা জানা গেলো 

আগামী ৫ দিন শীতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আজ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের