অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না: নুরুল হক
গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ বাংলাদেশ আর দেখতে চায় না। দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে হানাহানি, সংঘাত ও সহিংসতা থাকবে না এবং ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। তাহলেই বেগম খালেদা জিয়াকে স্মরণ করা সার্থক হবে।
শনিবার রাতে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় ঢাকাস্থ গলাচিপা–দশমিনার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, গণ–অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদাহরণ টেনে বলেন, ৭৫–পরবর্তী অস্থির সময়ে তিনি কৃষিতে বিপ্লব ঘটান, বৈদেশিক কর্মসংস্থান ও মুসলিম ভ্রাতৃত্ববোধ গড়ে তোলেন।
আরও পড়ুনতিনি আরও বলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসা পেয়েছিলেন এবং ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় অবস্থানে। গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম ছিল তার অন্যতম পরিচয়।
নুর অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে এবং গত ১৫ মাসে কিছু গোষ্ঠী মব সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে দেশকে অস্থিতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, যা জাতীয় ঐক্য নষ্ট করছে। মতের ভিন্নতা থাকলেও বিভাজনের রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1768667269.jpg)
_medium_1768664903.jpg)

