ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ রাত

ইসির শুনানি

অষ্টম দিনে আপিল মঞ্জুর ৪৫ জনের, নামঞ্জুর ৩৭

ছবি: সংগৃহীত, অষ্টম দিনে আপিল মঞ্জুর ৪৫ জনের, নামঞ্জুর ৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম দিনে (শনিবার) ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন।

এতে আরও জানানো হয়, শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

আরও পড়ুন

রবিবার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টম দিনে আপিল মঞ্জুর ৪৫ জনের, নামঞ্জুর ৩৭

বৃষ্টিতে বাড়তি সুবিধা পেল ভারত, হারল বাংলাদেশ

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে সবজির দামে আগুন

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার বগুড়ার রমজান আলী আকন্দ

পোস্ট বক্স ও চিঠির সেকাল-একাল