ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৬ দুপুর

ভুটানের বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ

ভুটানের বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে আজ (শনিবার) বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছেন সাবিনা খাতুনের দল। যদিও ম্যাচে বাংলাদেশ দুই দফায় পিছিয়ে পড়েছিল, ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের প্রথমার্ধে ভুটান এক গোলে এগিয়ে যায়। সুমাইয়া মাতসুসিমার গোলে সমতা আনে বাংলাদেশ ৷ মধ্যমাঠ থেকে দূরপাল্লার শটে তিনি গোল করেন। ফলে প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়। 

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে। সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে ভুটান। পিছিয়ে পড়লেও সাবিনারা লড়াই চালিয়ে গেছেন। অধিনায়ক সাবিনা নিজেই দ্বিতীয় গোল করে বাংলাদেশকে খেলায় ফেরান। পরে বাংলাদেশ সমতা আনে মাসুরা পারভীনের গোলে। ম্যাচের শেষ কয়েকটি মিনিট দুই দলই গোলের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় উভয় দলকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়। বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল।

আরও পড়ুন

আর ভুটান তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে পাকিস্তানের সঙ্গে ড্র করে। আজ বাংলাদেশের বিপক্ষেও ড্র করল তারা। সাফ নারী ও পুরুষ ফুটসালে ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল দুই ম্যাচে এক পয়েন্ট আর নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

ভুটানের বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ

বিজেপির কারণে এ আর রহমান কাজ হারাচ্ছেন!

পেট্রলপাম্পের কর্মচারীকে গাড়িচাপায় হত্যা: মালিক ও চালক গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিজ বাড়িতে উত্তরার অগ্নিকান্ডে নিহতদের দাফন