কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম। তবে সমঝোতায় ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হবে না বলে জানিয়েছে জামায়াতসহ ১০ দল।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা অংশ নেন। বৈঠক শেষে ১০ দলের লিঁয়াজো কমিটির পৃথক বৈঠকেরও কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয়। সে সময় জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
আরও পড়ুনতবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








