কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সরাইল উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা করা হচ্ছে। তার দাবি, ভোটের আগের রাতে কেন্দ্র বন্ধ করে সিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে সরাইলের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি ভোটারদের কেন্দ্র পাহারার আহ্বান জানান।
নির্বাচিত হলে সরাইল–আশুগঞ্জে পৌরসভা গঠন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্যত্র যেতে না দেওয়ার অঙ্গীকার করেন তিনি। এসব করতে ব্যর্থ হলে পরের নির্বাচনে ভোট না দেওয়ার কথাও বলেন।
স্বতন্ত্র এমপি হয়েও দাবি আদায়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত ঢাকা–সিলেট মহাসড়ক বন্ধ করার ক্ষমতা জনগণের আছে।
আরও পড়ুনভোটারদের আবেগী আহ্বানে রুমিন ফারহানা বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জনগণের ওপর ভরসা করেই নির্বাচনে দাঁড়িয়েছেন এবং ভোটের দায়িত্ব ভোটারদের হাতেই তুলে দিয়েছেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1768492156.jpg)
_medium_1768491847.jpg)

_medium_1768490197.jpg)

_medium_1768492615.jpg)