ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ বিকাল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। ১৩ জানুয়ারী, ২০২৬ মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে টিকে থাকতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন অত্যন্ত জরুরি।

তিনি অংশগ্রহণকারীদের এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে উন্নত ও প্রতিযোগিতামূলক গ্রাহকসেবা নিশ্চিতকরণ, মানসম্মত ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ জেনারেল ব্যাংকিং কার্যক্রমে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

১৪ জানুয়ারি গান দিয়ে শুরু

ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে

অগ্রগতি, আস্থা ও সাফল্যের এক নতুন অধ্যায়:  ২০২৫ সালে পূবালী ব্যাংক পিএলসি’র গৌরবময় অর্জন

রানার গ্রুপে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

শিবির ও ইনসাফের উদ্যোগে ঢাবির জিয়া হলে গরম পানির গিজার স্থাপন