ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:২৯ দুপুর

অবসরে ৮ বিশ্বকাপজয়ী হিলি

অবসরে ৮ বিশ্বকাপজয়ী হিলি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অবসরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি। ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির কথা বিবেচনায় এনে ভারতের বিপক্ষে টি–-টায়েন্টি সিরিজেও খেলবেন না। তবে ওয়ানডে সিরিজ ও পার্থে অনুষ্ঠিত একমাত্র দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ইয়ান হিলির ভাতিজি অ্যালিসা হিলি ২০১০ সালে মাত্র ১৯ বছর বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে তার নামের পাশে থাকছে অস্ট্রেলিয়ার হয়ে ১৬২টি টি-টোয়েন্টি, ১২৬টি ওয়ানডে ও ১১টি টেস্ট ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৬টি ডিসমিসালের রেকর্ডও তার দখলে থাকবে। ২০২৩ সালে মেগ ল্যানিংয়ের অবসরের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পান হিলি। ৩৫ বছর বয়সী এই তারকার নেতৃত্বে সবচেয়ে আলোচিত সাফল্য ছিল ইংল্যান্ডকে অ্যাশেজের মাল্টি ফরম্যাট সিরিজে ১৬-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এছাড়া তার অধীনে অস্ট্রেলিয়া ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও জায়গা করে নেয়।

আরও পড়ুন

নারীদের ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটার ও সেরা উইকেটকিপারদের একজন হিসেবে বিবেচিত হিলি জাতীয় দলের হয়ে আটটি বিশ্বকাপ জিতেছেন। যার মধ্যে রয়েছে ছয়টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ও নারী টি-টোয়েন্টিতে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালসহ একাধিক রেকর্ডের মালিকও তিনি। ২০২২ কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার স্বর্ণপদকজয়ী দলেরও সদস্য ছিলেন। তার ব্যক্তিগত অর্জনের মধ্যে রয়েছে ২০১৯ সালে বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড এবং ২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার।
অবসরের ঘোষণা দিয়ে হিলি বলেছেন, ‘মিশ্র অনুভূতি নিয়ে বলতে হচ্ছে, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজটাই হবে অস্ট্রেলিয়ার হয়ে আমার শেষ সিরিজ। এখনও দেশের হয়ে খেলতে ভালোবাসি, তবে দীর্ঘদিন ধরে যে প্রতিযোগিতামূলক তাড়না আমাকে এগিয়ে নিয়েছে, সেটি আগের মতো নেই। সময়টা ঠিকই মনে হচ্ছে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমি থাকছি না। প্রস্তুতির সময় সীমিত হওয়ায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতেও খেলবো না। তবে ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট দলে অধিনায়কত্ব করে ক্যারিয়ার শেষ করতে পারাটা আমার জন্য দারুণ রোমাঞ্চকর হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে ৮ বিশ্বকাপজয়ী হিলি

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর

ইউক্রেনে এক ঘণ্টার ব্যবধানে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

যে শর্তে ম্যানইউ’র ডাগআউটে দাঁড়াতে রাজি রুনি

শিল্পী মমতাজের ৪৭৪ শতাংশ জমিসহ তিন বাড়ি জব্দের আদেশ

রিয়ালের নতুন কোচ কে এই আরবেলোয়া?